ক্যাম্পাস

চবি শিবিরের পূর্ণাঙ্গ কমিটি: শীর্ষ ৫ নেতা ছিলেন সমন্বয়ক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ ঘটেছে। এ সব শীর্ষ নেতাদেরর মধ্যে চারজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক এবং একজন ছিলেন সহ-সমন্বয়ক।

বুধবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটায় চবিতে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় পরিচয় পর্বে আনুষ্ঠানিকভাবে এ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে সংগঠনটি। সভাটি বিশ্ববিদ্যালয়ের ২ নাম্বার গেইটে মামুন স্মৃতি পাঠাগারের শহিদ জোবায়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সভাপতি নাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম, বাইতুল মাল (অর্থ) ও সংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলী, অফিস সম্পাদক মুহাম্মদ পারভেজ, শিক্ষা সম্পাদক মুজাহিদুল ইসলাম, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হাবিবুল্লাহ খালেদ, সাহিত্য সম্পাদক রবিউল ইসলাম, আইটি সম্পাদক এসএম ফাহিম এবং প্রকাশনা ও ছাত্রকল্যাণ সম্পাদক শরীফুল ইসলাম।

এছাড়া প্রচার সম্পাদক সাঈদ বিন হাবিব, ব্যবসায় শিক্ষা সম্পাদক আফনান হাসান ইমরান, স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক (আবাসিক) ইয়াসিন মুহাম্মদ মুজতাহিদ, ছাত্র আন্দোলন সম্পাদক ইসহাক ভূঁইয়া, পাঠাগার সম্পাদক দ্বীন ইসলাম, বিজ্ঞান সম্পাদক আমির হোসাইন, সহ-মানবসম্পদ উন্নয়ন সম্পাদক আব্দুল্লাহ এবং সহ-স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক (আবাসিক) মোশারফ হোসেন সোহাদ কমিটিতে আছেন। 

এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক হিসেবে ছিলেন, মোহাম্মদ আলী, ইসহাক ভূঁইয়া, হাফেজ মোজাহিদুল ইসলাম এবং সহ-সমন্বয়ক ছিলেন হাবিবুল্লাহ খালেদ। এছাড়া চবি এএফ রহমান হল শাখা শিবিরের সভাপতি মোনায়েম শরীফও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক ছিলেন।