এবার যুক্তরাজ্যের তৈরি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালালো ইউক্রেন। যুদ্ধ শুরুর পর থেকে এবারই প্রথম রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করলো কিয়েভ। বুধবার সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পরিসীমা প্রায় ২৫০ কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমান থেকে ছোড়া হয়। এরপর তা শব্দের গতির কাছাকাছি দ্রুততায় লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায়। এই ক্ষেপণাস্ত্রে উচ্চ বিস্ফোরকযুক্ত ওয়ারহেড আছে।
প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন। প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহে ইউক্রেনকে এই ধরনের হামলার জন্য মাঝারি পাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমোদন দিয়েছেন। এ ঘটনার পর মস্কো হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ ধরনের হামলা ওয়াশিংটনকে যুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী হিসেবে উপস্থাপন করবে এবং মস্কো তাৎক্ষণিক প্রতিশোধ গ্রহণ করবে।
ইউক্রেন রাশিয়ায় কী লক্ষ্যবস্তুতে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা গেছে, কুরস্ক অঞ্চলের একটি এলাকায় ক্ষেপণাস্ত্রের টুকরোগুলো পড়ে আছে।