মালায়ালাম সিনেমার বরেণ্য অভিনেতা মেগহানাথান মারা গেছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬০ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, ফুসফুস সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন মেগহানাথান। কোঝিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সেখানেই মারা যান তিনি। কেরালার পালাকাড়ে আজই তার শেষকৃত্য সম্পন্ন হবে।
ব্যক্তিগত জীবনে সুস্মিতার সঙ্গে ঘর বাঁধেন মেগহানাথান। এ সংসারে তাদের পার্বতী নামে একটি কন্যা সন্তান রয়েছে।
১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন মেগহানাথান। তার বাবা ছিলেন প্রখ্যাত মালায়ালাম সিনেমার অভিনেতা বালান কে নাইর। কেরালার ছেলে হলেও মেগহানাথান পড়াশোনা করেছেন তামিলনাড়ুতে।
১৯৮৩ সালে মালায়ালাম ভাষার ‘আশথ্রাম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এতে সহশিল্পী হিসেবে পান মালায়ালাম সিনেমার দাপুটে দুই তারকা মোহনলাল ও মামুত্তিকে।
সম্প্রতি মেগহানাথান অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে; যা আলোচনার জন্ম দেয়। এ তালিকায় রয়েছে— ‘কোম্যান’, ‘জনি জনি ইয়েস আপ্পা’, ‘ইয়েস ইওর অনার’, ‘১৯৭১: বিয়ন্ডস বর্ডারস’ প্রভৃতি।