সারা বাংলা

ঢাকা-আরিচা মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ শ্রমিকদের

ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় চার শ্রমিক নিহতের ঘটনায় তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় অবরোধ করেছে গ্রাফিক্স টেক্সটাইল নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে শুরু হওয়া অবরোধ চলে প্রায় দুই ঘণ্টা। এতে সড়কের উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ধামরাইয়ের খাগুর্তা এলাকায় গ্রাফিক্স টেক্সটাইলের শ্রমিকদের বহন করা একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে জাহাঙ্গীর, জিয়াসমিন, খাদিজা ও নিপা নামের চারজন শ্রমিক নিহত হন। আহত হন অন্তত ২০ জন শ্রমিক। 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, গতকাল রাতে শ্রমিক পরিবহনকারী বাস দুর্ঘটনায় ৪ জন নিহত হন। এ ঘটনায় তিন দফা দাবিতে সড়ক অবরোধ করেন তারা। এরমধ্যে নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ব্যবস্থা করা, যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা করা ও কারখানা এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করার দাবি জানানো হয়েছে। 

তারা বলছেন, দুর্ঘটনাতে বাস চালকের গাফিলতি ছিল। এ কারণে যাতায়াতের জন্য কারখানার নিজস্ব মালিকানার বাস চালুর দাবি জানানো হয়েছে। 

নাম প্রকাশ না করার শর্তে এক নারী শ্রমিক বলেন, “সকালে কাজ বন্ধ করে সড়কে আন্দোলন করছি। মারা যাওয়া শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কারখানার যেসব গাড়ি রয়েছে সেগুলোর অবস্থাও ভালো না। আমরা ভালো পরিবহন ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।” 

একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ ও থানা পুলিশ এসে শ্রমিকদের সঙ্গে কথা বললে তারা সড়ক ছেড়ে দেন। 

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম বলেন, “তারা তিন দফা দাবিতে সড়কে প্রায় ২ ঘণ্টা অবস্থান নেয়। পরে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। আজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।”