খেলাধুলা

জয়সওয়াল-রাহুল জুটিতে অস্ট্রেলিয়ার মাটিতে নতুন রেকর্ড

যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের ব্যাটে অস্ট্রেলিয়ার মাটিতে নতুন রেকর্ডে নাম লিখিয়েছে ভারত। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ওপেনিংয়ে নেমে সর্বোচ্চ রানের জুটি গড়ার মধ্যে দিয়ে এই রেকর্ডে নাম লেখান জয়সওয়াল ও রাহুল। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ওপেনিংয়ে নেমে ভারতের সর্বোচ্চ রানের জুটি এখন এই দু’জনের।

পার্থ টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করে নেমে দুই শতাশিক রানের জুটি গড়েন জয়সওয়াল ও রাহুল। দু’জন মিলে ২০১ রানের জুটি গড়ার মধ্যে দিয়ে দলকে নিরাপদ অবস্থানে নেওয়ার পাশাপাশি রেকর্ড বইয়ে তাদের নাম লিখেছিলেন।

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের হয়ে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড এতোদিন ছিল সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার ও কৃষ্ণমাচারী শ্রীকান্তের। ১৯৮৬ সালে সিডনিতে গাভাস্কার ও শ্রীকান্ত মিলে ১৯১ রানের জুটি গড়েছিলেন। এবার তাদের থেকে ১০ রান বেশি করে সেই রেকর্ড ভেঙে দিলেন জয়সওয়াল-রাহুল।

জয়সওয়াল ও রাহুলের এই জুটি অস্ট্রেলিয়ার মাটিতে সব মিলিয়ে ভারতীয়দের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে জুটির দিকে দিয়ে এখনো শীর্ষে আছে ভিভিএস লক্ষ্মণ এবং শচীন টেন্ডুলকারের ৩৫৩ রানের জুটি। ২০০৪ সালে চতুর্থ উইকেট জুটিতে এই রান করেছিলেন এই দুই কিংবদন্তি।

পার্থে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বোলারদের স্রেফ তুলোধুনো করেছেন জয়সওয়াল ও রাহুল। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্সের মতো বোলারদের আক্রমণ স্রেফ গুঁড়িয়ে দিয়েছেন। রাহুল ৭৭ রান করে আউট হলেও জয়সওয়াল দেড়শো ছাড়িয়ে এখনো ব্যাট করে যাচ্ছেন।

অস্ট্রেলিয়ায় ভারতের সর্বোচ্চ রানের ওপেনিং জুটি

 নাম  রান  সাল যশস্বী জয়সওয়াল-লোকেশ রাহুল ২০১ ২০২৪ সুনীল গাভাস্কার-কৃষ্ণমাচারী শ্রীকান্ত ১৯৫ ১৯৮৬ চেতন চৌহান-সুনীল গাভাস্কার ১৬৫ ১৯৮১ আকাশ চোপড়া- বীরেন্দ্র শেবাগ ১৪১ ২০০৩ মুলভান্তরাই মানকদ-চিন্তামন সারওয়াতে ১২৪ ১৯৪৮