আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিনের নিলাম চলছে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হয়েছে এই নিলাম। গতকাল ৮৪ জন খেলোয়াড়কে নিলামে তোলা হয়েছিল। তাদের মধ্যে ৭২ জন বিক্রি হয়েছিলেন। তাদের দলে নিতে দশটি ফ্র্যাঞ্চাইজি মোট ৪৬৭.৯৫ কোটি রূপি খরচ করেছিল। আজ ১৩তম সেট ও ৮৫ নম্বর থেকে খেলোয়াড়দের নিলামে তোলা হবে।
শচীনপুত্র অর্জুন অবিক্রিত, ২ কোটিতে কলকাতায় মঈন ২০২৩ ও ২০২৪ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সে ছিলেন শচীনপুত্র অর্জুন টেন্ডুলকার। ভিত্তিমূল্যেই দলে ছিলেন তিনি। খেলেছিলেন সর্বমোট ৫ ম্যাচ। কিন্তু এবার মেগা নিলামে দল পেলেন না অর্জুন। যদিও ঘরোয়া ক্রিকেটে বল ও ব্যাট হাতে ভালো করেছিলেন তিনি। কিন্তু তাকে ৩০ লাখ রূপি ভিত্তিমূল্যেও কেউ কিনেনি।
এদিকে প্রথমবার অবিক্রিত থাকা মঈন আলী দ্বিতীয়বারে দল পেয়েছেন। তাকে ভিত্তিমূল্য ২ কোটি রূপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শুধু মঈন নন, উমরান মালিককেও তার ভিত্তিমূল্য ৭৫ লাখ রূপিতে দলে ভিড়িয়েছে কলকাতা।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী কোটিপতি বৈভব: বয়স মাত্র ১৩ বছর। এই বয়সেই কিনা আইপিএলে দল পেয়ে গেলেন। গড়লেন ইতিহাস। আজ সোমবার আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিনে তোলা হয় তাকে। তার ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রূপি। দিল্লি ক্যাপিটালস তাকে নিতে আগ্রহ দেখায়। রাজস্থান ৫ লাখ বাড়িয়ে দেয়। দিল্লি আরও ৫ লাখ বাড়ায়। এরপর রাজস্থান ৪৫ লাখ বলে। দিল্লি বলে ৫০। এভাবে চলতে চলতে ১ কোটি ছাড়িয়ে যায়। শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখে তাকে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস। আর বৈভব হয়ে যান আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী কোটিপতি।
দল পেলেন না রিশাদও: টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে দারুণ পারফরম্যান্স করেছিলেন রিশাদ হোসেন। ৭ ম্যাচ খেলে নিয়েছিলেন ১৪ উইকেট। যা বিশ্বকাপে বাংলাদেশি কোনো বোলারের সর্বোচ্চ উইকেটের রেকর্ড। লেগ স্পিনের পাশাপাশি মাঝেমধ্যে ব্যাটিংয়েও রাখতে পারেন অবদান। কিন্তু আইপিএলের নিলামে এই ক্রিকেটারকে দলে নিতে আগ্রহই দেখায়নি কেউ। তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রূপি। কিন্তু বিক্রি হননি তিনি। মোস্তাফিজের পর রিশাদ রইলেন অবিক্রিত। বাকিদের মধ্যে কেউ দল পান কিনা দেখার বিষয়।
মোস্তাফিজকে কেউ কিনলো না: আইপিএলে তার ক্যারিয়ারটা অবশ্য ফেলে দেওয়ার মতো নয়। ২০১৬ সালের পর থেকে তিনি সাতটি আসরে খেলেছেন। মোট ম্যাচ খেলেছিলেন ৫৭টি। উইকেট নিয়েছিলেন ৬১টি। কিন্তু কাটার মাস্টারের প্রতি এবার কেউ আগ্রহই দেখালো না। ২ কোটি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে আজ নিলামে তোলা হলে কেউ-ই আগ্রহ দেখায়নি।
বাংলাদেশ সিরিজে ৮ উইকেট নেওয়া গজনফার ৪ কোটি ৮০ লাখে মুম্বাইতে: বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৮ উইকেট নেওয়া আফগানিস্তানের তরুণ স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফার দল পেলেন আইপিএলে। তাকে দলে নিতে লড়াই করে কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের দর কষাকষিতে ৭৫ লাখ থেকে গজনফারের দাম বেড়ে হয় ১.৮০ কোটি রূপি। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স যোগ দিলে বেড়ে হয় ২.৪০ কোটি। কলকাতা দাম বাড়িয়ে ৩ কোটিতে নিয়ে যায়। এরপর বেড়ে হয় ৪ কোটি। শেষ পর্যন্ত ৪ কোটি ৮০ লাখে মুম্বাই তাকে দলে ভেড়ায়।
এ রিপোর্ট লেখার সময় নিলামে মধ্যাহ্ন ভোজনের বিরতি চলছে।
প্রথম ঘণ্টায় সবচেয়ে দামি খেলোয়াড় ভুবনেশ্বর: আইপিএলের নিলামের দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় মোট ২৪ জন খেলোয়াড়কে নিলামে তোলা হয়। তার মধ্যে সবচেয়ে বেশি দাম পান ভুবনেশ্বর কুমার। ২ কোটি ভিত্তিমূল্যের ভুবনেশ্বরকে ১০.৭৫ কোটিতে দলে ভেড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাকে দলে নিতে চেষ্টা করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। কিন্তু শেষ পর্যন্ত দলে নেয় তার পুরনো ফ্র্যাঞ্চাইজি বেঙ্গালুরু।
এছাড়া দীপক চাহার ৯.২৫ কোটিতে মুম্বাইতে, মার্কো জানসেন ৭ কোটিতে পাঞ্জাব কিংসে, ক্রুনাল পান্ডিয়া ৫.৭৫ কোটিতে বেঙ্গালুরুতে, নিতিশ রানা ৪.২০ কোটিতে রাজস্থান রয়্যালসে, ওয়াশিংটন সুন্দর ৩.২০ কোটিতে গুজরাট টাইটান্সে ও স্যাম কারান ২.৪০ কোটিতে জায়গা পান চেন্নাই সুপার কিংসে।
উইলিয়ামসন, ফিলিপস, রাহানে অবিক্রিত: সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস ও আজিঙ্কা রাহানে দ্বিতীয় দিনের নিলামে দল পাননি। তারা অবিক্রিত থাকেন। শুধু তারা নয়, পৃথ্বি’শ, শার্দুল ঠাকুর, ড্যারিল মিচেল, শেই হোপ, আলেক্স ক্যারির মতো ব্যাটসম্যানরাও দল পাননি।