সারা বাংলা

সরকার নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপ‌দেষ্টা ড. আ ফ ম খা‌লিদ হো‌সেন ব‌লে‌ছেন, “বর্তমান সরকার নির্বাচ‌নের‌ দি‌কে অগ্রসর হ‌চ্ছে। নির্বাচন ক‌মিশন গঠন করা হ‌য়ে‌ছে। ভোটার তা‌লিকা হালনাগদ ক‌রে প্রধান উপ‌দেষ্টা নির্বাচ‌নের তা‌রিখ‌ ঘোষণা কর‌বেন।” 

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপু‌রে রাঙামাটির কাউখালী উপ‌জেলার বেতবু‌নিয়ায় জা‌মিয়তুশ শায়ক জ‌মির উদ্দিন আল ইলা‌মিয়া মাদরাসায় সংবর্ধনা ও শিক্ষা সে‌মিনা‌রে প্রধান অ‌তি‌থির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ড. আ ফ ম খা‌লিদ হো‌সেন বলেন, “এ দে‌শের জনগন দীর্ঘদিন তা‌দের ভোটা‌ধিকার প্রয়োগ কর‌তে পা‌রেননি। আগামী‌তে যার ভোট‌ যেন সে দি‌তে পা‌রে সেই প‌রি‌বেশ তৈরি করা হ‌চ্ছে। বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলা‌দেশ গড়‌তে সবার সহ‌যোগিতা প্রয়োজন।”

নানুপুর জা‌মেয়া ইসলামী উবাইদিয়া মাদরাসার মহা-প‌রিচালক আল্লামা শাহ মাওলানা সালাউদ্দিন নানুপু‌রির সভাপ‌তি‌ত্বে আয়োজিত সে‌মিনা‌রে অন্যানের ম‌ধ্যে বক্তব্য রা‌খেন- রাঙামা‌টির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হো‌সেন খান, কাউখালী উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আতিকুর রহমান, হাটহাজারী মঈনুল ইসলাম মাদরাসার শিক্ষা প‌রিচালক মাওলানা জ‌সিম উদ্দিন, জা‌মিয়তুশ শায়ক জ‌মির উদ্দিন আল ইলা‌মিয়া মাদরাসার প‌রিচালক মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ।