ফটো ফিচার

অভিনয়ে ফিরে আলোচনায় তিশা

মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তাসনুভা তিশা। এই অঙ্গনে তার পা রাখার পেছনে রয়েছে একটি গল্প; যা আকস্মিকভাবে ঘটেছিল। তাসনুভা তিশার ভাষায়— “ফেসবুকে আমার ছবি দেখে বিজ্ঞাপনী সংস্থা আমাকে মডেল হওয়ার আমন্ত্রণ জানায়। ওই বিজ্ঞাপনটি ছিল চুলের তেলের।”

এরপর ম্যাংগো বারের বিজ্ঞাপনে মডেল হন তাসনুভা তিশা। এই বিজ্ঞাপনে তাসনুভা তিশাকে বলতে শোনা যায়— “আমি তো পুরাই প্রেমে পড়ে গেছি”। বিজ্ঞাপনটি প্রচারে আসার পর দারুণ দর্শকপ্রিয়তা লাভ করে।

 

এ বিষয়ে তাসনুভা তিশা বলেন, “হ্যাঁ, এটি ম্যাংগো বারের বিজ্ঞাপনচিত্রের সংলাপ ছিল। সেখানে আমাকে বলতে শোনা যায়, ‘জানিস, আমাদের কলেজের কেমিস্ট্রির টিচার দেখতে যা হ্যান্ডসাম! আমি তো পুরাই প্রেমে পড়ে গেছি।” অনেক ভক্ত-অনুরাগী তাসনুভা তিশাকে দেখার পর এ সংলাপ বলে ওঠেন; যা তাকে আন্দোলিত করে। দেশের পাশাপাশি কলকাতার টিভি চ্যানেলেও এ বিজ্ঞাপন প্রচার হয়েছে।

 

তাসনুভা তিশা জানান, এই বিজ্ঞাপনচিত্রে কাজ করার পর নির্মাতাদের চোখে পড়েন তিনি। তাকে নিয়ে কাজ করতে অনেকেই আগ্রহ প্রকাশ করেন। ছোট পর্দায় তার অভিনীত প্রথম টিভি নাটক ‘লাল খাম বনাম নীল খাম’। এটি পরিচালনা করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এরপর কাজ করেছেন এজাজ মুন্নার ঈদের নাটক ‘মানি আই লাভ ইউ’ আর আলী ফিদা একরাম তোজোর ঈদের সাত পর্বের ধারাবাহিক নাটক ‘উভচর’-এ।

 

এরপর তাসনুভা তিশাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। বরং সামনে এগিয়ে যাওয়ার নতুন দরজা খুলতে থাকে। অনেকগুলো নাটক আর বিজ্ঞাপনচিত্রে কাজ করার প্রস্তাব আসে তার কাছে। সুযোগগুলো হাতছাড়া করেননি, বরং লুফে নেন এই অভিনেত্রী। টিভি নাটকের পাশাপাশি ওয়েব সিরিজ, ওয়েব ফিল্মে কাজ করে প্রশংসা কুড়ান তিশা। তবে ২০২০ সালে ‘আগস্ট ১৪’ শিরোনামের ওয়েব সিরিজে অভিনয় করে দারুণ বিতর্কের মুখে পড়েছিলেন এই অভিনেত্রী।

 

ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার আলোচনায় উঠে আসেন তাসনুভা তিশা। ২০১৮ সালে ফারজানুল হকের সঙ্গে তার আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে। ওই সময়ে তার সংসার ভাঙা নিয়ে জলঘোলা কম হয়নি। এরপর খানিকটা সময় নিয়ে সৈয়দ আসকারের সঙ্গে সম্পর্কে জড়ান। এক বছরের বেশি সময় প্রেম করার পর ২০২২ সালে বিয়ে করেন তারা। এ সংসারে তাদের একটি সন্তান রয়েছে।

 

বিয়ের পরও কাজ করেছেন তাসনুভা তিশা। তবে মাঝে কাজ থেকে দূরে সরে যান এই অভিনেত্রী। কয়েক মাস আগে অভিনয়ে ফিরেন তিনি। তবে মা হওয়ার কারণে কিছুটা মুটিয়ে গিয়েছিলেন। এ বিষয়ে তাসনুভা তিশা বলেন, “দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকার পর নতুন করে আবার প্রস্তুতি নিতে হয়েছে। ওজন কমাতে হয়েছে। ফিট হতে হয়েছে। তা ছাড়া বিরতির পর দর্শক আমাকে কীভাবে নেবেন, পরিচালকেরা কাজে ডাকবেন কি না, এগুলো মাথায় রাখতে হয়েছে। অনেক দিন পর শুটিংয়ে ফেরা। এজন্য আরো বেশি ভালো লাগছে।”

 

অভিনয়ে সরব হওয়ার পর ফের আলোচনায় উঠে এসেছেন তাসনুভা তিশা। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তার আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ করেন তিনি। শুটিং সেট থেকে ভিডিও ধারণ করে এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগও করেন এই অভিনেত্রী। এ সময় তাকে কাঁদতেও দেখা গেছে।