রাজধানীর বনানী রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (২০) এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, ‘‘বনানী রেলক্রসিং এলাকায় ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পাই। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’
তিনি আরও বলেন, ‘‘নিহতের পরিচয় এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’’