বিনোদন

‘চিঠি’ নিয়ে বাংলা সিনেমার জনপ্রিয় যত গান

‘চিঠি কেন আসে না/আর দেরি সহেনা’ – এই গানটি কোনো না কোনো সময় আপনি হয়তো শুনেছেন। এমন অনেক গানে সমৃদ্ধ হয়েছে বাংলা সিনেমার গানের ভান্ডার। হঠাৎ করে সেই গান কেন আলোচনায়? ডিজিটাল অ্যাপে নাম পরিচয় গোপন রেখে চিঠি লিখছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে একজনের চিঠি  পড়ার ও দেখার সুযোগ পাচ্ছেন তার বন্ধু লিস্টে থাকা সবাই। যেন চিঠির উৎসব! বোঝা যাচ্ছে চিঠির আবেদন এখনও আছে। চিঠির সুতীব্র আবেদন রয়ে গেছে বাংলা সিনেমার অনেক কালজয়ী গানে। গানে- গানে প্রকাশ পেয়েছে চিঠি না পাওয়া বেদনা, পাওয়ার আনন্দ। এক সময় বাংলাদেশ বেতারের ‘অনুরোধের আসর গানের ডালি’ তে এসব গান বাজানো হতো স্রোতাদের অনুরোধে। সেই গানের সুরে মাতোয়ারা হতো নারী, পুরুষ, তরুণ-তরুণীরা। কোনো না কোনো সময় আপনিও হয়তো এই গানগুলো শুনেছেন। 

১. ‘চিঠি আসবে জানি আসবে/ বন্ধু আমার কেমন করে ভুলে থাকবে/ চিঠি আসবে…’ আরাধনা সিনেমার এই গানের সঙ্গে পর্দায় ঠোঁট মিলিয়েছেন চিত্রনায়িকা কবরী। গানটিতে কন্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। চিঠি আসবে গানটি লিখেছেন মুকুল চৌধুরী, এতে সুরারোপ করেছেন আলম খান। 

২. ‘একটা চিঠি লিখে দাও/তুমি সবারে জানাও/আসামী হয়েছে স্বামী চোখে দেখে যাও’ সন্ধি সিনেমার এই গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও সুবীর নন্দী। এতে পর্দায় ঠোঁট মিলিয়েছেন রাজ্জাক ও শবনম। গাজী মাজহারুল আনোয়ারের লেখা এই গানটিতে সুরারোপ করেছেন সত্য সাহা।

৩. ‘সে আমায় চিঠি দিয়েছে/ সে আমার খবর নিয়েছে/সে যে আমারই ভালোবেসেছে’। এই গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। শর্ত সিনেমায় এই গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন শবনম।

৪. ‘চিঠি কেন আসেনা/ আর দেরি সহেনা/ভুলেছো কি তুমি আমাকে/ভুলেছো কি নাম ঠিকানা’- প্রিয় শত্রু সিনেমার এই গানটি গেয়েছেন রুনা লায়লা। এই গানে পর্দায় ঠোঁট মিলিয়েছেন দিতি। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, এতে সুরারোপ করেছেন আলম খান। 

৫. ‘যা কবুতর চিঠি নিয়ে যা না’দেলোয়ার জাহান ঝন্টুর লেখা এই গানে কণ্ঠ দিয়েছেন অ্যান্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন। গানে সুরারোপ করেছেন আনোয়ার জাহান নান্টু। প্রেমগীত সিনেমার এই গানে ঠোঁট মিলিয়েছেন বাপ্পারাজ ও লীমা।

৬. ‘চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে’— এই গানটি লিখেছেন এবং সুরারোপ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। বাংলার বউ সিনেমার এই গানে কণ্ঠ দিয়েছেন মনির এবং সোনিয়া। গানে ঠোঁট মিলিয়েছেন ফেরদৌস ও মৌসুমী।

৭. ‘ভালো আছি ভালো থেকো/আকাশের ঠিকানায় চিঠি লিখো’ অ্যান্ড্রু কিশোর ও কনকচাঁপার দ্বৈত কণ্ঠে গাওয়া এই গানটিতে পর্দায় ঠোঁট মিলিয়েছেন সালমান শাহ ও শাবনূর। তোমাকে চাই সিনেমার এই গানটি লিখেছেন কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ। এতে সুরারোপ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

৮. ‘চিঠি লিখলাম ও লিখলাম তোমাকে/পড়ে জবাব দিওগো আমাকে’-গানটিতে কণ্ঠ দিয়েছেন খালিদ হাসান মিলু। গাজী মাজহারুল আনোয়ারের লেখা স্নেহ সিনেমার এই গানে ঠোঁট মিলিয়েছেন সালমান শাহ।  ৯. ‘চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হায়রে অনেক দিনের পর’-সত্যের মৃত্যু নেই সিনেমার এই গানে কণ্ঠ দিয়েছেন আব্দুল মান্নান রানা। এটি লিখেছেন মাসুদ করীম। আলাউদ্দিন আলীর সুর করা দর্শক-স্রোতাদের মন বেদনায় ভরে দেওয়া এই গানে ঠোঁট মিলিয়েছেন সালমান শাহ।

১০. ‘আমি চিঠি লিখে ফুলের কাছে দিয়েছি খবর’ এই গানের কথা লিখেছেন কবির বকুল। তুমি স্বপ্ন তুমি সাধনা সিনেমায় মনির খানের গাওয়া এই গানে পর্দায় ঠোঁট মিলিয়েছেন শাকিব খান। এই গানে সুরারোপ করেছেন আলী আকরাম শুভ।

বিশেষভাবে মনে করা যেতে পারে ‘চিঠি দিও প্রতিদিন/ চিঠি দিও/’— গানটি। অনুরোধ সিনেমায় সত্য সাহার সঙ্গীতায়োজনে এই গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। এতে ঠোঁট মিলিয়েছেন কবরী।

এই ডিজিটাল যোগাযোগের যুগে সেই আবেদন এখনও কী রয়ে গেছে? যেখানে মুহূর্তে প্রিয়জনের সঙ্গে কথা বলা যায়। হয়তো রয়েই গেছে। না হলে হঠাৎ করে চিঠি পাওয়া কেন এতো আনন্দের হয়ে উঠলো।এমন আরও অনেক গান রয়েছে বাংলা সিনেমার ভান্ডারে। পাঠক আপনি কোন গানের কথা মনে করতে পারছেন?