ঢাকায় কর্মরত পেশাদার সংবাদকর্মীদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে ভোট গ্রহণ করা হচ্ছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এবারের নির্বাচনে ২১ পদের মধ্যে চার পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন। ভোটার ১ হাজার ৭৪৪ জন।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু সালেহ আকন, মুরসালিন নোমানী ও শরিফুল ইসলাম (বিলু)। সহ-সভাপতির এক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন গাযী আনোয়ার ও ওসমান গনি বাবুল। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল্লাহ আল কাফি, মাহমুদুল হাসান, মাইনুল হাসান সোহেল ও শাহনাজ শারমীন। যুগ্ম সম্পাদকের একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. জাফর ইকবাল ও নাদিয়া শারমিন। সাংগঠনিক সম্পাদকের একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল হাই তুহিন, এম এম জসিম, এস এম মিজান ও সৈয়দ সাইফুল ইসলাম। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিরণ শেখ ও রফিক রাফি এবং নারী সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফারহানা হক নীলা ও রোজিনা রোজী। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. মহসিন হোসেন ও মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন মহিন ও মো. শরীফুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা ও মো. মজিবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাতটি কার্যনির্বাহী সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন আকতারুজ্জামান, আমিনুল হক ভূঁইয়া, মো. বোরহান উদ্দীন, মো. ফারুক আলম, মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), মো. সলিম উল্ল্যা (এস ইউ সেলিম), মুহাম্মদ ফজলুল হক এবং সুমন চৌধুরী।
এবারের ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এম এ আজিজ।