বিনোদন

লুইপার ‘এ কি প্রেমের প্রতিদান’

বর্তমান সময়ের কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। নিয়মিত গান রেকর্ডিংয়ের পাশাপাশি স্টেজ শো করেন। ২৯ নভেম্বর ইউটিউবে প্রকাশিত হয়েছে তার নতুন গান- ‘এ কি প্রেমের প্রতিদান’।

গানটি লিখেছেন ও সুর করেছেন আলাউদ্দিন বয়াতী। গানটিতে লুইপার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন সাগর দেওয়ান। নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।

গান প্রসঙ্গে লুইপা বলেন, “গানটি প্রকাশের পর যেভাবে সাড়া পাচ্ছি, তাতে আমি মুগ্ধ। আমার কণ্ঠে ফোক গাান বেশি শুনতে চান শ্রোতারা। তাদের জন্যই এই গান। আশা করছি আপনারা সবাই গানটি উপভোগ করবেন।”

লুইপা রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমায় ‘ধীরে ধীরে’ গানটির জন্য পরিচিতি পান।