খেলাধুলা

এক সেশনে শেষ প্রথম দিন, বাংলাদেশের স্বস্তি

:: সংক্ষিপ্ত স্কোর :: বাংলাদেশ: ৬৯/২ (৩০ ওভার)

জ্যামাইকা টেস্টের প্রথম দিন শেষ হয়েছে মাত্র ৩০ ওভারে। বাংলাদেশ শেষ সেশনে ২ উইকেটে ৬৯ রান করে দিন শেষ করে। প্রথম দুই সেশন ভেজা আউটফিল্ডের কারণে মাঠে গড়ায়নি। সাদমান ৫০ ও শাহাদাত ১২ রানে অপরাজিত আছেন। তবে উইন্ডিজ ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়ায় সাদমান তিনবার ও শাহাদাত একবার জীবন পেয়েছেন। এর আগে ১০ রানে বাংলাদেশ জয়-মুমিনুলকে হারায়। উইন্ডিজের হয়ে একাই দুই উইকেট নেন রোচ। 

টানা দুই শুন্যের পর সাদমানের ফিফটি

সাউথ আফ্রিকার বিপক্ষে টানা দুই টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন সাদমান। দ্বিতীয় ইনিংসে আউট হন ১ ও ৬ রানে। বাদ পড়েন উইন্ডিজ সিরিজে প্রথম টেস্টের একাদশ থেকে। দ্বিতীয় টেস্টে ফিরেই পান ফিফটির দেখা। শাহাদাতকে সঙ্গে নিয়ে ফিফটির জুটি গড়ে প্রতিরোধ গড়েন। ৩টি চার ও ১টি ছয়ের মারে ৯৩ বলে ফিফটি করেন সাদমান। এটি তার পঞ্চম ফিফটি। 

সাদমান-শাহাদাতে বাংলাদেশের প্রতিরোধ

শুরুতে ফেরেন ওপেনার জয়। উইকেটের মিছিলে শামিল হন মুমিনুল। প্রতিরোধ শুরু করেন সাদমান-শাহাদাত। দুজনে খেলছেন দেখেশুনে, সাবলীলভাবে। দুজনের ব্যাটে ১৭ ওভারে বাংলাদেশ ফিফটি স্পর্শ করে। সাদমান ৩৫ ও শাহাদাত ৮ রানে ব্যাট করছেন।  

জয়ের সঙ্গী হলেন মুমিনুল

যেন জয়কে অনুসরণ করলেন মুমিনুল। রোচের অফ স্ট্যাম্প ঘেষা বলে খোঁচা দেন অভিজ্ঞ এই ব্যাটার। ২ রান আগেই আউট হন এক ওপেনার। এখন প্রয়োজন জুটির। কিন্তু পারলেন না মুমিনুল। সাদমান এক প্রান্ত সামলে রেখেছেন। মুমিনুলের ব্যাট থেকে আসে শূন্য রান। বল খেলছেন ৬টি। ক্রিজে সাদমানের সঙ্গী হলেন শাহাদাত। 

খোঁচা রোগে ভুগছেন জয় 

টানা তিন ম্যাচে একই আউটের পুনরাবৃত্তি। অফের বলে খোঁচা। টানা তিন ইনিংসে একই কাজ করেই গেছেন ওপেনার জয়। অ্যান্টিগায় দুই ইনিংসের পর জ্যামাইকায় প্রথম ইনিংসে আউট হন ১২ বলে ৩ রানে। আউট সাইড অফে পিচ করে বেরিয়ে যাচ্ছিল রোচের বল। ডিফেন্স করতে গিয়ে পড়েন বিপদে। ব্যাটের কানায় লেগে বল যায় প্রথম স্লিপের দিকে। ঝাঁপিয়ে পড়ে অসাধারণ ক্যাচ ধরেন জশুয়া। ক্রিজে সাদমানের সঙ্গী মুমিনুল। 

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

জ্যামাইকায় টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। একাদশে এসেছে দুই পরিবর্তন। ব্যাটার জাকির হাসানের হায়গায় এসেছেন সাদমান ইসলাম। পেস আক্রমণে এসেছেন নাহিদ রানা, বাদ পড়েছেন শরিফুল ইসলাম। এদিকে উইন্ডিজ নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে। 

বাংলাদেশ একাদশ 

মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, শাহাদাত হোসেন দিপু, মুমিনুল হক, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

উইন্ডিজ একাদশ  

ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুইস, কেসি কার্টি, কাভেম হজ, অ্যালিক অ্যাথানাজে, জাস্টিন গ্রিভস (উইকেটরক্ষক), জোশুয়া দ্য সিলভা, আলজারি জোসেফ, কেমার রোচ, জেডেন সিলস, শামার জোসেফ। 

রাত দেড়টায় টস, খেলা শুরু ২টায়

অবশেষে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ জ্যামাইকা টেস্টের টেসের সময় ঘোষণা করেছে ম্যাচ অফিসিয়ালরা। রাত ২টায় পর্যবেক্ষণের পর ঘোষণা করা হয়। বাংলাদেশ সময় রাত দেড়টায় টস হবে। খেলা শুরু হবে রাত ২টায়।  

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ: বৃষ্টির পেটে প্রথম সেশন

ভেজা আউটফিল্ডের কারণে যথাসময়ে হয়নি। দফায় দফায় পর্যবেক্ষণের পার পরিবর্তন হচ্ছে সময়। এর মধ্যে ভেসে গেছে প্রথম সেশন। নেওয়া হয়েছে মধ্যাহ্ন বিরতি। পরবর্তী পর্যবেক্ষণ হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। 

টস হতে দেরি 

জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় খেলাটি শুরু হবে। বৃষ্টির বাগড়ায় জ্যামাইকার মাঠ এখনো ভেজা। এ কারণে নির্ধারিত সময় সাড়ে ৯টায় টসে বিলম্ব হচ্ছে। বাংলাদেশ সময় রাত ১০টায় পর্যবেক্ষণ করা হবে। 

সিরিজ বাঁচানো নাকি ধবলধোলাই 

প্রথম টেস্টে ২০১ রানে হেরে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে মেহেদী হাসান মিরাজের সামনে একমাত্র পথ জয়। জ্যামাইকার সবুজ উইকেটে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। শেষ পর্যন্ত লড়াই করতে পারেন কী না মিরাজরা বলে দেবে সময়।