জুলাই বিপ্লবোত্তর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংস্কারে ২৪ ক্যাটাগরিতে শতাধিক প্রস্তাবনা দিয়েছে শাখা ছাত্রশিবির।
শনিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় উপাচার্যের কাছে এ লিখিত প্রস্তাবনা দেয় সংগঠনটি। পরে দুপুর দেড়টায় এক সংবাদ বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের মামনে প্রস্তাবনাগুলো উপস্থাপন করেন শিবির নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও দপ্তর সম্পাদক ইউসুফ আলী। বিবৃতিতে তারা ২৪টি ক্যাটাগরিতে মোট ১১০টি দাবি তুলে ধরেন।
এসব ক্যাটাগরির মধ্যে অন্যতম হলো- আওয়ামী দুঃশাসনে অনিয়মের তদন্ত ও আইনি পদক্ষেপ গ্রহণ; স্থাপনার নাম পরিবর্তন; জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণ; বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ; আবাসিক হল; বিভাগ, অনুষদ ও একাডেমিক কার্যক্রম; নিরাপদ ও মাদকমুক্ত ক্যাম্পাস; কেন্দ্রীয় গ্রন্থাগার; ধর্মীয় উপাসনালয়; চিকিৎসা সেবা; ছাত্র সংসদ; প্রশাসনিক কার্যক্রম।
এছাড়া অন্য ক্যাটাগরির মধ্যে রয়েছে- গবেষণা; পরিবহন; ভর্তি পরীক্ষা; আইআইইআর; মরণব্যাধি নিরাময় তহবিল ও ছাত্রকল্যাণ ফান্ড; গ্রিন ক্যাম্পাস, ক্লিন ক্যাম্পাস; ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন; মননশীল সাংস্কৃতিক চর্চা; ক্রীড়া ও শরীরচর্চা; নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত; ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়ন। বিবিধ সংক্রান্ত আরও তিনটি দাবিও যুক্ত করেছেন শিবির নেতারা।
দাবি উপস্থাপন করে ইবি শাখা ছাত্রশিবির সভাপতি এইচ এম আবু মুসা বলেন, “জুলাই বিপ্লবে মহান শহীদদের আত্মদান ও মূল্যবোধকে ধারণ করে নিরাপদ, আধুনিক ও নৈরাজ্যমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে উপযুক্ত সংস্কার প্রস্তাবনা প্রদান করা হয়েছে। এর আগে, ক্যাম্পাস সংস্কার এবং ক্যাম্পাসের বাস্তবিক সমস্যাগুলো সনাক্ত করতে আমরা গবেষণা টিম করেছিলাম।”
তিনি বলেন, “আমরা পর্যালোচনা করে দাবিগুলো উপস্থাপন করেছি এবং উপাচার্যকে লিখিতভাবে জানিয়েছি। দাবিগুলো বাস্তবায়নে আমাদের থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। আমরা চাই ক্যাম্পাসকে নতুনভাবে সংস্কার করা হোক। শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে উঠুক আমাদের ক্যাম্পাস।”