বিনোদন

১৫ বছরের ইতিহাস ভাঙবে ‘পুষ্পা টু’?

চলতি মাসের ৫ তারিখে একযোগে তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়, হিন্দি ও বাংলা ভাষায় মুক্তি পাবে আল্লু আর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা টু: দ্য রুল’। ১২ হাজার প্রেক্ষাগৃহে একযোগে মুক্তির কথা রয়েছে এই সিনেমা।

শুরু হয়েছে সিনেমাটির প্রচারণা। প্রচারণার স্বার্থে প্রকাশ করা হচ্ছে এই সিনেমার নতুন গান ‘পিলিংস’। ভক্তরা বলছেন, নতুন গানটি ঝড় তুলবে। সম্প্রতি মুম্বাইতে এই সিনেমার প্রচারণায় অংশ নিয়েছিলেন সিনেমার জুটি আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। এরই মধ্যে তাদের লুক নেটিজেনদের নজর কেড়েছে।

এর আগে ২ মিনিট ৪৮ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলার প্রকাশ হয়েছে। এতে পুষ্পা রাজ চরিত্রে আল্লু অর্জুন নজর কেড়েছেন। অন্যদিকে তার স্ত্রী শ্রীবল্লি চরিত্রে দেখা গেছে রাশমিকাকে।

এই সিনেমা নিয়ে জোর আলোচনার আরেকটি কারণ হচ্ছে এটির দৈর্ঘ্য। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য, রণবীর কাপুর অভিনীত ব্লকবাস্টার সিনেমা 'অ্যানিম্যল' বক্স অফিসে দারুণ রেকর্ড করেছিল। ৩ ঘণ্টা ২১ মিনিটের এই ছবি গত ১৫ বছরের ইতিহাসে দীর্ঘতম হিন্দি সিনেমা ছিল। এবার  সেই রেকর্ড ভাঙতে চলেছে আল্লু আর্জুনের ‘পুষ্পা টু’। এই সিনেমার রানটাইম ৩ ঘণ্টা ২২ মিনিট। মাল্টিপ্লেক্সগুলোতে এর সঙ্গে যুক্ত হবে বিজ্ঞাপন। সেই হিসেবে পুষ্পার রানটাইম দাঁড়াবে ৪ ঘণ্টায়। 

উল্লেখ্য, সুকুমার পরিচালিত 'পুষ্পা টু’ সিনেমায় দেখা যাবে একজন সাধারণ মানুষ থেকে গ্যাংস্টারে পরিণত হওয়া এক মানুষের জার্নি। এ চরিত্র রূপায়ন করেছেন আল্লু অর্জুন। তার বিপরীতে আছেন রাশমিকা। সিনেমার চমক হিসেবে একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে। এতে আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে শ্রীলীলাকে।