ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্বপ্রাপ্ত হলেন জয় শাহ। নিউ জিল্যান্ডের গ্রেগ বার্কলের অধ্যায় শেষের সঙ্গে সঙ্গেই শুরু হলো ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি ও এসিসির সভাপতি জয় শাহর পথচলা।
রবিবার (১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জয় শাহর দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করে আইসিসি। একই সঙ্গে বিষয়টিকে বিশ্ব ক্রিকেটের নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছে সংস্থাটি।
আইসিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান গ্রেগ বার্কলে দুই মেয়াদে নেতৃত্ব দিয়েছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে। তিনি নতুন করে দায়িত্ব পালন করতে না চাওয়ায় জয় শাহ একমাত্র প্রতিনিধি হিসেবে আইসিসির চেয়ারম্যান পদে প্রার্থিতা করেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন ৩৫ বছর বয়সী এই সংগঠক।
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ মসনদে বসার পর জয় শাহ বলেন, “আইসিসি প্রধান হিসেবে যাত্রা শুরু করতে পেরে আমি খুব সম্মানিত বোধ করছি। আইসিসি পরিচালক ও বোর্ডের সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের সমর্থনের জন্য এবং আমার প্রতি তাদের আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা।”
আইসিসিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করবেন বলে জানিয়েছেন জয় শাহ। লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্তি করে আগের চেয়েও জনপ্রিয় করে তোলাই তার লক্ষ্য। একই সঙ্গে নারীদের ক্রিকেট বিকাশের দিকেও মনোযোগ রাখছেন তিনি। বিদায়ী সভাপতি গ্রেগ বার্কলেকেও ধন্যবাদ জানিয়েছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি গ্রেগ বার্কলেকেও ধন্যবাদ জানাতে চাই বিগত চার বছরের ভূমিকায় তার নেতৃত্বের জন্য এবং অর্জিত মাইলফলকের জন্য। আমি বিশ্ব মঞ্চে ক্রিকেটকে ছড়িয়ে দিতে আইসিসির সদস্য দেশগুলোর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য মুখিয়ে আছি।”
জয় শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে। ২০১৯ সালে বিসিসিআইয়ের সেক্রেটারি হওয়ার পর থেকেই ক্রিকেট বিশ্বে আলোচনায় এই সংগঠক। একে একে ক্রিকেটে সংশ্লিষ্ট বড় বড় পদে বসতে থাকেন তিনি। হয়ে ওঠেন এশিয়ার ক্রিকেটে অন্যতম প্রভাবশালী ব্যক্তি। মাঝে নানা কারণে খবরের শিরোনাম হয়েছেন তিনি।