সারা বাংলা

এস আলমের ১৯৬৪ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে চট্টগ্রামে মামলা

চট্টগ্রাম অর্থঋণ আদালতে এস আলম গ্রুপের বিরুদ্ধে ১ হাজার ৯৬৪ কোটি টাকার ঋণ খেলাপির মামলা করেছে জনতা ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ চৌমুহনী করপোরেট শাখা।

আদালত মামলাটি গ্রহণ করে গ্রুপটির মালিকানায় থাকা ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের প্রায় ৭ কোটি ৪৩ লাখ শেয়ার হস্তান্তরের নিষেধাজ্ঞা দিয়েছেন। 

রবিবার (১ ডিসেম্বর) সকালে মামলাটি হয়েছে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।

আদালত সূত্রে জানা যায়, এস আলম গ্রুপের প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশনের নামে নেওয়া ১ হাজার ৯৬৪ কোটি টাকার ঋণ খেলাপির দায়ে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ ও তার স্ত্রী ফারজানা পারভিনসহ ১০ জনকে আসামি করে মামলাটি করা হয়েছে।

জনতা ব্যাংক মামলার আবেদনের উল্লেখ করে, ২০০৯ সালে এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশন বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা না মেনে জনতা ব্যাংকের চট্টগ্রাম করপোরেট শাখা থেকে প্রাথমিকভাবে ৬৫০ কোটি টাকা ঋণ নেয়। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত কোনো ঋণ পরিশোধ না করায় তা সুদে-আসলে ১ হাজার ৯৬৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। এছাড়া এ শাখা থেকে এস আলম গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের নামেও অন্তত ৬ হাজার ৫০০ কোটি টাকার ঋণ আছে।

ব্যাংকটির কর্মকর্তারা জানান, ঋণ আদায়ে জনতা ব্যাংক গত ২০ নভেম্বর এস আলম গ্রুপের প্রায় ২ হাজার শতাংশ জমি নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে। এই জমি বিক্রি করে অন্তত ৩০০ কোটি টাকা আদায় করা সম্ভব। বাকি অর্থ আদায়ে গ্লোবাল ট্রেডিং করপোরেশনের নামে থাকা অন্যান্য সম্পত্তিও পর্যায়ক্রমে নিলামে তোলা হবে।