সারা বাংলা

আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। রবিবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে এলডিপির জেলা ও মহানগর কমিটি।

মানববন্ধনে বক্তারা বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে কিন্তু তার পেতাত্মারা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় গত ২৬ নভেম্বর ইসকন অনুসারীরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছেন।

তারা বলেন, ‘‘ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে ইসকনকে দিয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। আমরা স্বাধীন হওয়ার পরও গত ১৬ বছর পরাধীন ছিলাম। ভারতীয় আগ্রাসন থেকে আমাদের মুক্ত হতে হবে, ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে।’’

সমাবেশ থেকে বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন এলডিপির রাজশাহী মহানগরের সভাপতি এস এম শফিউল আযম জুয়েল। বক্তব্য রাখেন সহ-সভাপতি গোলাম আযম টুটুল, সাধারণ সম্পাদক ওয়াহিদুর জামান ডাবলু, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সুইট প্রমুখ।