আন্তর্জাতিক

গাজায় নিহতের সংখ্যা ৪৪,৪০০ ছাড়াল

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত আরও ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৪২৯ জনে পৌঁছেছে। 

রবিবার (১ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, গত বছর থেকে চলমান হামলায় আরও প্রায় ১ লাখ ৫ হাজার ২৫০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

মন্ত্রণালয় বলেছে, “দখলদার ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় পরিবারগুলোর ওপর গত ২৪ ঘণ্টায় ছয়টি গণহত্যা চালিয়েছে। এতে ৪৭ জন নিহত এবং ১০৮ জন আহত হয়েছেন।”

স্বাস্থ্য মন্ত্রণালয় আরো বলেছে, “অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। ইসরায়েলি হামলা ও বাধার কারণে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।”

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, গত বছর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার পর গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করে ইসরায়েল। ১৪ মাস পেরিয়ে গেলেও এখনো নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

জাতিসংঘের মতে, গাজায় দীর্ঘ সময় ধরে চলা সংঘাতের কারণে মানবিক সংকটে দিন পার করছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি অবরোধের কারণে খাবার, পানি, ওষুধ ও প্রয়োজনীয় মানবিক সহায়তার অভাবে উপত্যকাটির ২৩ লাখেরও বেশি বাসিন্দা চরম ক্ষুধা ও ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন।

গত ২১ নভেম্বর, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

ইসরায়েল গাজার বিরুদ্ধে তার মারাত্মক যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা মামলার মুখোমুখিও হয়েছে।