বাসার বড়রা ছিলেন কর্মস্থলে, ছোটরা স্কুলে। এমন সুযোগ কাজে লাগিয়ে গোপালগঞ্জ পৌরসভার পাঁচুড়িয়া এলাকার আনওয়ার হোসেন মজুমদারের বাসায় প্রবেশ করে চোররা। তারা বাসাটি থেকে প্রায় সাড়ে ১২ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও রুপার গয়না চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মির সাজেদুর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করেছে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”
রবিবার (১ ডিসেম্বর) দিনদুপুরে চুরির ঘটনাটি ঘটে।
আনওয়ার হোসেন মজুমদার বলেন, “আজ সকাল ৯টার দিকে ঘরে তালা মেরে পরিবারের সবাই কর্মস্থলে যায়। বাচ্চারা স্কুলে ছিল। দুপুর ১টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরে আমার মেয়ে। এসময় সে গেটের তালা ও ঘরের দরজা ভাঙা অবস্থায় দেখে। পরে সে আমাকে ঘটনাটি জানায়। অমিসহ পরিবারের অন্য লোকজন ঘরে ঢুকে দেখি আলমারি ও শোকেজ ভাঙা।”
তিনি আরো বলেন, “চোররা আট জোড়া কানের দুল, লকেটসহ পাঁচটি চেন, দুটি গলার হার, চারটি নাক ফুল, সাতটি আংটি ও দুটি চুড়িসহ ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং ২০ ভরি রুপার গয়না নিয়ে গেছে। যার মূল্য প্রায় সাড়ে ১২ লাখ টাকা। ঘটনাটি জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের কার হয়েছে।”