প্রবাস

কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কমিউনিটির নেতাদের সাক্ষাৎ 

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান ও কাউন্সিলর (পাসপোর্ট ও ভিসা) ইকবাল আকতার।

এছাড়া কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটোর নেতৃত্বে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি নাসের উদ্দিন হাওলাদার, শামসুল হক, সুরুক মিয়া, ইসমাইল হোসেন হাওলাদার, এনামুল কবির মামুন উপস্থিত ছিলেন।

প্রবাসীদের কল্যাণে কাজ করে যাওয়া সংগঠনটিকে গুরুত্ব দিয়ে সাক্ষাৎ এর সুযোগ করে দেওয়ায় কমিউনিটির নেতারা রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

এ সময় বাংলাদেশ কমিউনিটি কুয়েতে প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ায় রাষ্ট্রদূত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সবার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার পরামর্শ দেন।