জিম্বাবুয়ের বিপক্ষে চলতি মাসে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগানিস্তান। তার আগে আজ রবিবার (০১ ডিসেম্বর) ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
৬ মাস পর জাতীয় দলে ফিরেছেন স্পিনার মুজিব উর রহমান। টি-টোয়েন্টি দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ইমার্জিং এশিয়া কাপে দারুণ খেলা টপ অর্ডার ব্যাটসম্যান জুবায়েদ আকবরী। ইমার্জিং এশিয়া কাপে আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ ও টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান (১৩৭) সংগ্রাহক ছিলেন তিনি। ব্যাট হাতে তাদের দারুণ পারফরম্যান্সে ভর করে আফগানিস্তান প্রথমবার জিতেছিল ইমার্জিং এশিয়া কাপের (টি-টোয়েন্টি) শিরোপা।
মুজিব সবশেষ চলতি বছরের জুনে খেলেছিলেন আফগানিস্তানের জার্সি গায়ে। এরপর ইনজুরির কারণে আর খেলতে পারেননি। ইনজুরি থেকে সেরে উঠে বর্তমানে তিনি আবুধাবি টি-টেন লিগে খেলছেন। যদিও ২১ নভেম্বর সেখানেও হাতের ইনজুরিতে পড়েছেন।
টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবার ডাক পাওয়া আকবরীর সঙ্গে আরেক টপ অর্ডার ব্যাটসম্যান দরবেশ রাসুলিও দলে ফিরেছেন। তবে ইনজুরির কারণে জায়গা পাননি ইব্রাহিম জাদরান। নূর আহমদ ও রিয়াজ হাসান অবশ্য কেবল টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন।
হারারেতে ১১ ডিসেম্বর থেকে শুরু হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ১৭ ডিসেম্বর থেকে একই ভেন্যুতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৬ ডিসেম্বর বুলাওয়েতে প্রথম টেস্ট ও ০২ জানুয়ারি একই ভেন্যুতে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড: হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), আবদুল মালিক, সেদিকুল্লাহ অটল, দরবেশ রাসুলি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, নাঙ্গিয়াল খারোটি, এএম গজনফার, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী, বিলাল সামি, নাভিদ জাদরান ও ফরিদ আহমেদ মালিক।
আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ অটল, হজরতুল্লাহ জাজাই, মোহাম্মদ নবী, দরবেশ রাসুলি, জুবায়েদ আকবরী, গুলবাদিন নায়েব, করিম জানাত, আজমতুল্লাহ ওমরজাই, নাঙ্গিয়াল খারোটি, মুজিব উর রহমান, নূর আহমদ, ফজল হক ফারুকী, ফরিদ আহমদ ও নাভিন উল হক।