সংযুক্ত আরব আমিরাতের ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস সোমবার (২ ডিসেম্বর)। এ উপলক্ষে আমিরাতের সাতটি শহরকে অপরূপ সাজে সাজানো হয়েছে।
আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, ফুজাইরাহ, রাস আল খাইমাহ, উম্ম আল কোয়াইনসহ আমিরাতের প্রধান প্রধান সড়কসহ শহরের সড়কগুলোতে জাতীয় পতাকার পাশাপাশি আলোকিত ফিফটি-থ্রি লেখা শোভা বাড়াচ্ছে।
মোটরর্যালি, বিমান মহড়া, ড্যান্সিং ঝরনা, আলোকসজ্জা, আতশবাজি, উঁচু ভবনে রং-বেরঙের সাজ আর আলোর ঝলকানি দৃষ্টি কাড়ছে। আমিরাতজুড়ে নানা রঙের ব্যানার-ফেস্টুন আর আলোর ঝলকানিতে দালানগুলো অপূর্ব দেখাচ্ছে। স্কুলকলেজ, অফিস-আদালত, সুপার ও হাইপার মার্কেট সেজেছে নানা সাজে।
এছাড়া বড় বড় শপিংমলগুলোতে দিবসটি উপলক্ষে উৎসবের আমেজ লক্ষণীয়। এদিকে ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্থানীয় ও আমিরাতে অবস্থানরত সব অভিবাসীকে শুভেচ্ছা জানানো হয়েছে।