সারা বাংলা

আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস 

দিন যত যাচ্ছে, দিনাজপুরে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। ঘন কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা। শীতে কাঁপছে মানুষ, কমে যাচ্ছে কর্মচাঞ্চল্য। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় দিনাজপুর জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ।

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১ কিলোমিটার। গতকাল একই সময়ে তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

তিনি আরও জানান, দিনাজপুর জেলার আশপাশসহ দেশের অন্য কয়েকটি জেলায় আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এতে দেখা গেছে, সকালে তেতুলিয়ায় (পঞ্চগড়)-১১.৩, সৈয়দপুরে ১৩.৯, রাজারহাটে (কুড়িগ্রাম) ১৩.০, রংপুরে ১৫.০, বদলগাছিতে (নওগাঁ) ১৩.০, রাজশাহীতে ১৪.৮, যশোরে ১৭.০ ও শ্রীমঙ্গলে ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।