রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হয়েছিল লিভারপুল। ম্যাচে ২-০ গোলে হারিয়েছিল ম্যানসিটিকে। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে সালাহ বলেছিলেন, ‘‘অ্যানফিল্ডে এটাই হয়তো শেষ ম্যাচ।’’
আজ মঙ্গলবার (০৩ ডিসেম্বর, ২০২৪) জানা গেল ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির সঙ্গে যোগাযোগ করছেন সালাহর এজেন্ট র্যামি আব্বাস।
লিভারপুলের সঙ্গে ৩২ বছর বয়সী সালাহর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মৌসুম শেষে। কিন্তু এখনও অলরেডদের পক্ষ থেকে কোনো নতুন চুক্তির প্রস্তাব পাননি তিনি। লিভারপুরের হয়ে চলতি মৌসুমে বেশ ভালো খেলছেন সালাহ। সব ধরনের প্রতিযোগিতায় ১৩টি গোল করার পাশাপাশি ৭টিতে অ্যাসিস্টও করেছেন তিনি। সবশেষ রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচেও গোল পেয়েছিলেন। এই জয়ে লিভারপুল প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান পাকাপোক্ত করেছে ৯ পয়েন্টে এগিয়ে থেকে।
সালাহ অবশ্য লিভারপুলেই থাকতে চান। যেখানে তিনি ২০১৭ সালে রোমা থেকে যোগ দিয়েছিলেন। কিন্তু এখনও ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব না পাওয়ায় তিনি কিছুটা হতাশ।
পিএসজি অবশ্য বেশ আগে থেকেই সালাহকে টার্গেটে রেখেছিল। কয়েক দফা চেষ্টা করেছিল তাকে দলে ভেড়াতে। কিন্তু সফল হয়নি। নতুন কোচ লুইস এনরিকের তত্ত্বাবধানে ভালো করছে পিএসজি। বর্তমানে এনরিকের দলে প্রচুর তরুণ খেলোয়াড় রয়েছে। অভাব রয়েছে অভিজ্ঞ খেলোয়াড়ের। সে কারণেই তারা সালাহকে চাচ্ছে।
সালাহর পরিবারও অবশ্য প্যারিসকে পছন্দ করে। সে কারণে পিএসজির অফার লুফে নিতে পারেন মিশরের তারকা। সালাহর বর্তমান সাপ্তাহিক বেতন ৪ লাখ পাউন্ড। সেটা দেওয়া পিএসজির জন্য কঠিন কিছু হবে না। কিন্তু সালাহকে নিতে অন্যান্য ক্লাবও চেষ্টার ত্রুটি রাখবে না। সেক্ষেত্রে শেষ পর্যন্ত পিএসজি তাকে নিতে পারে কিনা দেখার বিষয়।