যুব এশিয়া কাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হলো। সেই লড়াইয়ে শেষ পর্যন্ত ৭ রানে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই হারে ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনালে গেল বাংলাদেশের যুবারা। অন্যদিকে ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে শেষ চারে নাম লেখাল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল।
আজ মঙ্গলবার (০৩ ডিসেম্বর, ২০২৪) বিকেলে দুবাইতে শ্রীলঙ্কা আগে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ২২৮ রানে অলআউট হয়। জবাবে বাংলাদেশ ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২১ রান পর্যন্ত যেতে পারে।
ব্যাট হাতে বাংলাদেশের কালাম সিদ্দিকী মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। তিনি ১৩৪ বল খেলে ৮টি চার ও ১ ছক্কায় ৯৫ রান করেন। এছাড়া জাওয়াদ আবরার ২৪, দেবাশীষ দেবা ৩১ ও ফরিদ হাসান অপরাজিত ২৪ রানের ইনিংস খেলে শেষ ওভার পর্যন্ত লড়াই জমিয়ে রাখেন।
বল হাতে শ্রীলঙ্কার ভিহাস থেওমিকা ১০ ওভারে ৩৭ রান দিয়ে ৩টি উইকেট নেন।
তার আগে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে ৪৯.২ ওভারে ২২৮ রানে অলআউট হয়। শ্রীলঙ্কার ইনিংসে সেঞ্চুরির দেখা পান চার নম্বরে ব্যাটিংয়ে নামা ভিমাথ দিনসারা। তিনি একপ্রান্ত আগলে ১৩২ বল খেলে ১০টি চারের মারে ১০৬ রানের ইনিংস খেলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন। তিনি ছাড়া আর কেউ ২২ রানের বেশি করতে পারেনি। অধিনায়ক থিউমিকা করেন ৩ চারে ২২ রান। এছাড়া লাকভিন আবেসিংহে ২১, ভিরান চামুদিথা ২০ ও পুলিন্দু পেরেরা করেন ২০ রান।
বল হাতে বাংলাদেশের আল ফাহাদ ৯.২ ওভারে ৫০ রান দিয়ে ৪টি উইকেট নেন। রিজান হোসেন ১০ ওভারে ৪০ রান দিয়ে নেন ৩টি উইকেট। এছাড়া ইকবাল হোসেন ইমন ও মো. রাফি উজ্জামান রাফি ১টি করে উইকেট নেন।