সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ২ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে ভোমরা লক্ষীদাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোনাখালী গ্রামের অন্নদা মণ্ডলের ছেলে তরুণ কান্তি মন্ডল (৩২) ও ভারতের বসিরহাট থানার ঘোজাডাঙ্গা গ্রামের উত্তম মল্লিকের মেয়ে শ্রীমতি কল্যাণী সরকার (২৫)।
বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, ‘‘বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে, ভারতীয় নাগরিকের ব্যাগ তল্লাশি করে একটি মোবাইলফোন ও একটি আধার কার্ড পাওয়া গেছে। আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’’