চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে মো. নাজির উদ্দিন কার্তিক (২৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান। এর আগে, গতকাল সকালে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
নাজির উদ্দিন কার্তিক ভারতের বিহার রাজ্যের কাটিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুরের মৃত মছির উদ্দিনের ছেলে।
১৬ বিজিবির অধিনায়ক সাদিকুর রহমান বলেন, ‘‘ভারতীয় নাগরিক নাজির উদ্দিন কার্তিক সীমান্ত পিলার ২০৪/এমপি থেকে প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে বাংলাদেশের ভেতরে ঘোরাঘুরি করছিলেন। স্থানীয় বিওপির নিয়মিত টহলে থাকা বিজিবি সদস্যরা তাকে আটক করে। এ সময় জিজ্ঞাসাবাদ করা হলে নাজির উদ্দিন স্বীকার করেন, তিনি ভারতীয় নাগরিক এবং ১০ দিন পূর্বে গোমস্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন।’’