সিরাজগঞ্জে ৩২ গ্রাম হেরোইনসহ বাবু শেখ নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে পৌর শহরের মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইলফোন ও নগদ ৮ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়েছে। আটক বাবু শেখ সিরাজগঞ্জ পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মাহমুদপুর মহল্লার দানিজ সেখের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘‘৩২ গ্রাম হেরোইনসহ বাবু শেখ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা কার্যক্রম চলমান। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’’