সারাদেশে একযোগে জাতীয় পতাকা হাতে প্রতিবাদী কর্মসূচির প্রস্তাব দিয়েছেন আমার বাংলাদেশ পার্টি। বুধবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এমন প্রস্তাব দেন দলটির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেন, ‘‘সর্বদলীয় আমরা জাতীয় ঐক্যের প্রতীকী সংহতি হিসেবে এক দিন সর্বস্তরের নাগরিকদের নিয়ে সারাদেশে একযোগে একই সময়ে যার যার অবস্থান থেকে জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে প্রতিবাদী কর্মসূচির প্রস্তাব দিয়েছি। আমাদের এই প্রস্তাব উপস্থিত অধিকাংশ দলের নেতৃবৃন্দ সমর্থন জানিয়েছেন।’’
এর আগে, বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস।
এতে এবি পার্টির পক্ষ থেকে সর্বদলীয় সভায় প্রতিনিধিত্ব করেন দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।