বগুড়ায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাবেক বিচারকের সিল ও স্বাক্ষর জাল করে এফিডেভিট এবং মামলার রায় নকল করার অভিযোগে তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে জাল স্বাক্ষরিত এফিডেভিট করা স্ট্যাম্প উদ্ধার হয়।
আটককৃতরা হলেন- গাইবান্ধা জেলা সদরের উত্তর গিদারা গ্রামের মো. সদরুল কবির (৪৮), বগুড়ার গাবতলী উপজেলার চকসদু গ্রামের মো. ওহাব শিপন (৩০) ও একই উপজেলার মো. আক্তারুজ্জামান (৩৮)।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ মোস্তাফিজ হাসান বলেন, “আজ বগুড়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম তাসকিনুল হকের আদালতে মোছা. আসমা মাহবুব নামে এক ম্যাজিস্ট্রেটের সিল ও স্বাক্ষর জাল করা স্ট্যাম্প তদন্তে যায়। বিচারক আসমা মাহবুব ২০২১ সালে বগুড়ায় কর্মরত ছিলেন। পরে তিনি বদলি হয়ে অনত্র চলে যান। বিষয়টি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নজরে আসে। আদালত বিষয়টি ডিবি পুলিশকে জানালে জেলা প্রশাসকের চত্বরে অভিযান চালানো হয়। সেখানে অবস্থিত স্ট্যাম্প ভেন্ডার দোকান থেকে তিন জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।”