সারা বাংলা

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয়। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ৯টায় নওগাঁর বদলগাছীতে ১২.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা দেশের সর্বনিম্ন।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক হামিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় জেলায় শীত অনুভূত হচ্ছে বেশি। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন।

অটোরিকশাচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘শীতের কারণে লোকজন বাড়িত থ্যাকে বের হচ্ছে না। তাই ভাড়া হচ্ছে কম। আবহাওয়া এ রকম থাকলে সংসার চালানোই দায় হয়ে যাবে।’’