পটুয়াখালীর রাঙ্গাবালীতে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম ওরফে জাকির সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ ডিসেম্বর) রাত ৯টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত ১ জুন ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এমারৎ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘ওই শিক্ষককে আজই আদালতে সোপর্দ করা হবে।’’