সারা বাংলা

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কমেছে

ভারত সরকার টুরিস্ট ভিসা বন্ধ করে দেওয়ায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কমেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘‘ভারতের টুরিস্ট ভিসা বন্ধ থাকায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কমেছে। গতকাল এই চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন ৮৬ জন এবং দেশে ফিরেছেন ৯০ জন। এর বেশিরভাগ মেডিকেল ভিসার যাত্রী।’’

আরিফুল ইসলাম বলেন, ‘‘বৃহস্পতিবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত মাত্র ৪০ জন যাত্রী পারাপার করেছেন। কিন্তু, কয়েক মাস আগেও এই চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৪০০ যাত্রী পারাপার করতেন।’’