অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
যাদের বদলি করা হয়েছে তারা হলেন-উপপুলিশ মহাপরিদর্শক এসএম নজরুল ইসলামকে সিআইডি থেকে অতিরিক্ত কমিশনার (ডিআইজি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ, অতিরিক্ত উপ পুলিশপরিদর্শক অ্যান্টিটেররিজম থেকে সুলতানা নাজমা হোসেনকে যুগ্ম কমিশনার ডিএমপি, ডিএমপির সাবেক কমিশনার (চলতি দায়িত্ব) মো. মাইনুল হাসানকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব ট্যুরিস্ট পুলিশ, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি কাজী মো. ফজলুল করিমকে ডিআইজি হিসেবে পুলিশ অধিদপ্তরে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. আবুল কালাম সিদ্দিককে শিল্পাঞ্চল পুলিশে, ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহানকে অতিরিক্ত পুলিশ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. দেলোয়ার হোসেনকে অতিরিক্ত ডিআইজি সিআইডিতে বদলি করা হয়েছে।