আন্তর্জাতিক

সেনাবাহিনীর ওপর হামলার উস্কানির অভিযোগে অভিযুক্ত ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সেনাবাহিনীর বিরুদ্ধে হামলার উস্কানি দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত বছরের মে মাসে ইমরান খানকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে তার দল পিটিআইয়ের সমর্থকরা রাওয়ালপিন্ডিতে সামরিক সদর দপ্তরসহ বেশ কয়েকটি সামরিক ভবন ও অফিসে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। সহিংসতায় অন্তত আটজন নিহত হয়। ওই ঘটনায় ইমরানের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল। 

৭২ বছর বয়সী ইমরান গত বছরের শেষ থেকে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে কয়েক ডজন মামলার মধ্যে এই অভিযোগটি সর্বশেষ। নতুন তোশাখানা মামলায় ইমরান খানের স্ত্রীকে গ্রেপ্তারের জন্য আদালত পরোয়ানা জারি করার কয়েক ঘণ্টা পর তাকে উস্কানির মামলায় অভিযুক্ত করা হলো।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির একটি সন্ত্রাসবিরোধী আদালতে ইমরান খানের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। খান অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

পিটিআই জানিয়েছে,  তারা এই অভিযোগকে চ্যালেঞ্জ করবে।

দলের একজন মুখপাত্র বলেছেন, “অভিযোগ কোনো প্রমাণ ছাড়াই এসেছে। একবার আমরা এটিকে চ্যালেঞ্জ করলে আমরা নিশ্চিত যে এটিকে ছুঁড়ে ফেলা হবে। কারণ এটি রাজনৈতিক নির্যাতন ছাড়া কিছুই নয়।”