চলতি মাসের শুরুতে আইসিসির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন জয় শাহ। আজ বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর, ২০২৪) তিনি দুবাইতে অবস্থিত আইসিসির হেডকোয়ার্টার্স ভ্রমণে যান। সেখানে তিনি আইসিসির বোর্ড ডিরেক্টরস ও স্টাফদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তিনি ক্রিকেটকে অভূতপূর্ব চূড়ায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘‘আজ আমি আইসিসি বোর্ডে আমার সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করার অমূল্য সুযোগ পেলাম। সেখানে আমরা ক্রিকেটের মতো একটি অবিশ্বাস্য খেলার ভবিষ্যত গঠনের প্রাথমিক রোডম্যাপ ও কৌশল নিয়ে আলোচনা করেছি। আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে ক্রিকেটকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যেতে চাই এবং আমি আত্মবিশ্বাসী সবাই মিলে এই লক্ষ্য বাস্তবায়ন করতে পারবো।’’
আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা নতুন সভাপতিকে স্বাগত জানিয়ে বলেন, ‘‘বোর্ডের পক্ষ থেকে আমি জনাব জয় শাহকে তার নতুন দায়িত্বে স্বাগত জানাই। আশা করছি তার মেয়াদে তার যে উচ্চাশা সেটা বাস্তবায়ন হবে।’’
জয় শাহ আইসিসির আগের সভাপতি গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হন। যিনি ২০২০ সাল থেকে এই পদে ছিলেন।