খাগড়াছড়ি শহরের সরকারি মহিলা কলেজ সড়কের রুখই চৌধুরী পাড়ায় ভাড়া বাড়িতে চুমকি দাশ (৫০) নামে এক গৃহবধু খুন হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৮ দিকে এ ঘটনা ঘটে। তিনি ইলেক্সট্রনিক সামগ্রীর ব্যবসায়ী তপু দাশের স্ত্রী। ঘটনার সময় তিনি বাড়িতে একা ছিলেন বলে জানিয়েছেন তার ছেলে প্রান্ত দাশ।
তিনি জানান, খুনিরা তার মায়ের মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করে খুন করে স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা এ ব্যাপারে বলেন, “শহরের রুখই চৌধুরী পাড়ায় এক গৃহবধু খুন হয়েছেন, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার কে বা কাহারা ঘটিয়েছে, খুনিদের ধরার চেষ্টা চলছে।”