ফটো ফিচার

জেন-জি হয়েও ফেসবুকে অ্যাকাউন্ট নেই শ্রীলেখার রূপবতী কন্যার

‘ডোন্ট কেয়ার’— স্বভাবের কারণে বছরজুড়েই আলোচনায় থাকেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব ‘কাঁটাতার’খ্যাত এই অভিনেত্রী। কিন্তু অবাক করা ব্যাপার হলো— শ্রীলেখার রূপবতী কন্যা ঐশী সান্যালের সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট নেই। বলা যায়, ঐশীকে ৯০ শতাংশ মানুষই চেনেন না।

ব্যক্তিগত জীবনে শ্রীলেখা মিত্র ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্য সান্যালকে। তাদের এই সংসারে জন্ম হয় কন্যা ঐশীর। তবে দীর্ঘ এক দশকের সংসার জীবনের ইতি টেনে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন শ্রীলেখা।

 

২০০৫ সালের ৭ ডিসেম্বর শ্রীলেখা-শিলাদিত্যর সংসার আলো করে জন্ম নেয় কন্যা ঐশী। আগামীকাল (৭ ডিসেম্বর) ২০ বছর পা দেবেন ঐশী। ১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর যাদের জন্ম, তারাই জেন-জি বা জেনারেশন জেড। এদের সাধারণ বৈশিষ্ট্য, তারা প্রযুক্তিতে এগিয়ে। সোশ্যাল মিডিয়ায়ও তারা দারুণ সরব। কিন্তু শ্রীলেখার কন্যা ঐশীর সোশ্যাল মিডিয়ার প্রতি বিশেষ কোনো আগ্রহ নেই। এমনকি এ মাধ্যমে তার কোনো অ্যাকাউন্টও নেই।

 

শ্রীলেখা মিত্রর একটি কন্যা সন্তান আছে— এ তথ্য তার ভক্ত-অনুরাগীদের অনেকেরই জানা। সে কে? দেখতেই বা কেমন তা বেশিরভাগ মানুষই জানেন না। সোশ্যাল মিডিয়ার প্রতি আগ্রহ না থাকায়, নিজে কোনো অ্যাকাউন্ট খুলেননি। আবার তার মা এ মাধ্যমে তার ছবি শেয়ার করুক তাও চান না ঐশী। জেনারেশন জেড হয়েও পুরোপুরি প্রচারবিমুখ!

 

মেয়ের ছবি কেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন না? এ প্রশ্নের মুখে পড়েছেন শ্রীলেখা। এক ভক্তের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “ও চায় না, ছবি দিলে রেগে যায়।”

 

পড়াশোনায় ভালো ঐশী। বলা যায়, তুখোড় ছাত্রী। চলতি বছর আইএসসি পরীক্ষায় ৯৮ শতাংশ নাম্বার নিয়ে পাশ করেন ঐশী। পড়াশোনার কারণে কলকাতার বাইরের একটি শহরে থাকেন তিনি। ইনস্টাগ্রাম-ফেসবুকের চেয়ে বই-থিয়েটার জগত নিয়েই ব্যস্ত থাকেন ঐশী।

 

মায়ের পথ অনুসরণ করে শোবিজ অঙ্গনে পা রাখতে চান ঐশী। রূপবতী হলেও অভিনেত্রী হওয়ার ইচ্ছা নেই তার। এক সাক্ষাৎকারে শ্রীলেখা মিত্র বলেন, “মাইয়্যা (ঐশীর ডাকনাম) বিনোদন জগতেই আসতে চায়। তবে আমার মতো অভিনেত্রী হতে চায় না; ক‍্যামেরার পেছনে কাজ করবে। এরই মধ্যে টুকটাক কাজও করছে মাইয়্যা।”