সারা বাংলা

টমেটো ক্ষেত থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইরে টমেটো ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম খেজুর বাগান ব্রিজের উত্তর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে স্থানীয় জীবন ফকিরের টমেটো ক্ষেতে কাজ করতে গিয়ে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন কৃষকরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘‘নিহত ব্যক্তির পরনে ছিল লুঙ্গি, নীল রঙের শার্ট ও জ্যাকেট। কোমরে ছিল অটোবাইকের চাবি, পকেটে একটি বাটন ফোন, টর্চ লাইট ও কিছু টাকা। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’’