ভারতের উগ্র ডানপন্থি হিন্দু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবী আধা সামরিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) আগামী সপ্তাহে নয়া দিল্লিতে বাংলাদেশ দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করবে।
আরএসএস দিল্লি ইউনিটের মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহ-ভারপ্রাপ্ত রজনীশ জিন্দাল জানান, আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালিত ১০ ডিসেম্বর ‘দিল্লির নাগরিক সমাজ’-এর ব্যানারে বাংলাদেশ দূতাবাসের দিকে পদযাত্রা অনুষ্ঠিত হবে।
জিন্দাল বলেন, “বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে চলমান অত্যাচারের জন্য সমগ্র দেশ (ভারতের জনগণ) ক্ষুব্ধ।”
তিনি জানান, দিল্লিতে দুই শতাধিক সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা প্রতিবাদ মিছিলে যোগ দেবেন।
জিন্দাল বলেন, “আমরা বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি জমা দেব। আমরা জাতিসংঘ, ইউএনএইচআরসি, ডব্লিউএইচও, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং এডিবি সহ সমস্ত আন্তর্জাতিক সংস্থার কাছে একটি স্মারকলিপি জমা দেব, যাতে তারা বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে চলমান অত্যাচার ও সহিংসতা বন্ধে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানায়।”
উগ্রবাদী গোষ্ঠীর এই নেতা জানান, প্রতিবাদ মিছিলের আগে ৯ ডিসেম্বর দিল্লিতে সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটদের কাছে এই বিষয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হবে।