বিনোদন

রণবীরকে কেন ‘দুষ্টু লোক’ বললেন মাধুরী?

বলিউডের ‘ধকধক গার্ল’ মাধুরী দীক্ষিতে মুগ্ধ হননি এমন দর্শক খুঁজে পাওয়াই মুশকিল! তার রূপ, অভিনয় আর ঝড় তোলা নাচ ভোলার মতো নয়। এক দশকের বেশি সময় আগে রণবীর কাপুরের সঙ্গে ‘ঘাগরা’ শিরোনামের একটি আইটেম গানে নেচেছিলেন মাধুরী। সেই স্মৃতিচারণ করতে গিয়ে রণবীরকে ‘দুষ্টু লোক’ বলে মন্তব্য করলেন ‘দেবদাস’ নায়িকা।

পিঙ্কভিলাকে সাক্ষাৎকার দিয়েছেন ৫৭ বছরের মাধুরী দীক্ষিত। এ আলাপচারিতায় ‘ঘাগরা’ গানের প্রসঙ্গ ওঠে। শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে মাধুরী বলেন,  “ঘাগরা’ গানে পারফর্ম করতে সত্যি ভালোবাসি। রণবীর কাপুরের সঙ্গে এ গানের শুটিং করার সময়ে অনেক মজা করেছিলাম। কিন্তু আপনি কখনো বুঝতে পারবেন না, সে খুব দুষ্টু লোক। আবার সে খুবই শান্ত প্রকৃতিরও।”

‘ঘাগরা’ গান মাধুরীরও খুব প্রিয়। তা উল্লেখ করে তিনি বলেন, “গানটি করতে গিয়ে দারুণ মজা করেছিলাম। প্রথমত, গানটি খুব চমৎকার ছিল। গানটির চিত্রায়ন যেভাবে হয়েছিল, তা অপরূপ ছিল। গানটি সিনেমার এমন একটি পর্যায়ে আসে, যেখানে সবাইকে চমকে দিয়েছিল।”

অয়ন মুখার্জি পরিচালিত ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমা ২০১৩ সালে মুক্তি পায়। এতে জুটি বেঁধে অভিনয় করেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। সিনেমাটির আইটেম গানে পারফর্ম করেন মাধুরী।

রণবীর কাপুরকে কেন ‘দুষ্টু লোক’ বললেন মাধুরী? যদিও এ প্রশ্নের সঠিক ব্যাখ্যা করেননি তিনি। তবে সিনেমাটির মুক্তির আগে এ বিষয়ে মুখ খুলেছিলেন স্বয়ং রণবীর কাপুর।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানায়, সিনেমাটির প্রচারণা অনুষ্ঠানে রণবীর কাপুর জানিয়েছিলেন, তার জীবনের প্রথম প্রেম ছিলেন মাধুরী দীক্ষিত। অবশ্য, এটি অব্যক্ত প্রেম, যা ছিল একতরফা। মাধুরীর বিয়ের খবর শুনে তার হৃদয়টা ভেঙে গিয়েছিল বলেও জানিয়েছিলেন রণবীর।

‘ঘাগরা’ গানের নৃত্য পরিচালনা করেন ফারাহ খান। মজার বিষয় হলো, নির্মাতা অয়ন মুখার্জিকে একরকম পটিয়েই নাচের দৃশ্যে মাধুরীর গালে চুমু খান রণবীর। এ বিষয়ে রণবীর কাপুর বলেছিলেন, “আইটেম গানে মাধুরীর সঙ্গে নাচের সুযোগ পেয়ে নিজেকে ধরে রাখতে পারিনি। তার গালে চুমু খাওয়ার সুযোগ পাওয়ার জন্য অয়নকে ঘুষ পর্যন্ত দিতে হয়েছে।”