পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির (বিএএস) যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।
জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): মানসিক দৃঢ়তা বাড়বে। শারীরিক বিষয় নিয়ে দুর্ভাবনা এড়িয়ে চলুন। পিতার শরীরের যত্ন প্রয়োজন। মনে প্রশান্তি পাবেন। প্রাপ্তি যোগ থাকায় অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। যানবাহন চলাচলে মনের স্থিরতা থাকা প্রয়োজন। প্রিয়জনের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় থাকবে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): আত্মবিশ্বাসী থাকুন। ব্যবসায়ী ব্যক্তিদের ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। পারিবারিক সম্পর্কে দৃঢ়তা বাড়বে। নানাভাবে অর্থলাভের সম্ভাবনা আছে। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য পরিমিত আহার করুন। শারীরিক পরিশ্রম বৃদ্ধি করুন। অনেকেই বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। রোমান্টিক সম্পর্ক ভালো যাবে।
মিথুন রাশি (২২ মে-২১ জুন): শরীরের প্রতি যত্নশীল হোন। ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ থাকবে।অর্থনৈতিক বিষয়ে লাভবান হওয়ার সুযোগ পাবেন। পারিবারিক বিষয় নিয়ে মতানৈক্য এড়িয়ে চলুন। মানসিক অস্থিরতা বাড়তে পারে। যানবাহন চলাচলে সাবধানতা অবলম্বন করুন।
কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): দুশ্চিন্তা পরিহার করে কর্মের মধ্যে নিজেকে নিয়োজিত করুন। ব্যবসায় মন্দাভাব দেখা দিতে পারে। উচ্চশিক্ষা লাভে সফলতা পাবেন। কর্মজনিত যশ বৃদ্ধির সম্ভাবনা আছে। অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে। শরীরের প্রতি যত্নশীল হোন।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): মানসিকভাবে প্রশান্তি লাভে বিঘ্নিত হবে। আর্থিক দিক ভালো যাবে। অনেকের ফ্ল্যাট, বাড়ি, জমির কেনার প্রতি আগ্রহ বাড়বে। প্রেম ভালোবাসায় মন উদগ্রীব হবে। ব্যবসা বৃদ্ধি পাবে। হঠাৎ বিদেশ ভ্রমণ হতে পারে। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে লাভবান হওয়ার সম্ভাবনা আছে।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): মানসিক শান্তি লাভ হবে। বন্ধু ও আত্মীয়স্বজনদের কাছ থেকে সহযোগিতা বাড়বে। কর্মস্থলে শত্রু বৃদ্ধি হতে পারে। অনেকে দূর দেশ ভ্রমণের সুযোগ পাবেন। দাম্পত্য জীবন ভালো যাবে। অবিবাহিত অনেকের বিয়ে সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): অর্থ ভাগ্য ভালো। বন্ধু ও পরিবারের লোকজনদের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়বে। ব্যবসায়ে মন্দাভাব দেখা দিতে পারে। কর্মজনিত নাম যশ বাড়বে। রোমান্টিক সম্পর্ক ভালো যাবে। পেশাগত সফলতা পাবেন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): প্রতিটি সম্পর্ককে মূল্যায়ন করুন। কেনাকাটা একান্ত প্রয়োজন না হলে বন্ধ রাখুন। পারিবারিক সম্পর্কের অবনতি হতে পারে। বিদেশ যাত্রা শুভ। প্রিয়জনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো হবে। বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে সাবধনতা অবলম্বন করুন।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): আর্থিক অবস্থা দৃঢ় হবে। কারো সঙ্গে পুরোনো কোনো মনমালিন্য দূর হতে পারে। সহকর্মীর সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো যাবে। বেকাররা নতুন চাকরি পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো যাবে না। প্রতিপত্তি বাড়বে।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): আয়-উপার্জনে তেমন ভালো যাবে না। আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। প্রেম রোমান্সে মানিয়ে চলুন। আর্থিকক্ষেত্রে সাবধানে থাকতে হবে। বিদেশ ভ্রমণ আপনার জন্য শুভ।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): আপনি নিঃসঙ্গতা অনুভব করতে পারেন। ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়ে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। পার্টনারশিপ ব্যবসায় সমস্যা হতে পারে। অস্বাভাবিকভাবে ব্যয় বাড়তে পারে। পারিবারিক বিষয়ে মনমেজাজ নিয়ন্ত্রণ করতে হবে। রোমান্টিক সম্পর্কে আনন্দ অনুভব করবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): অর্থসম্পর্কিত দুশ্চিন্তা আপনাকে বিচলিত করতে পারে। দাম্পত্য জীবন ভালো যাবে। পারিবারিক বিষয় নিয়ে যত্নশীল হোন। বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে সাবধানে থাকতে হবে। পেশাগত কাজে জটিলতা বাড়তে পারে। ভ্রমণ শুভ। বন্ধুদের সহযোগিতা পাবেন।