খেলাধুলা

ডাকেট-বেথেলের সেঞ্চুরির আক্ষেপ, বড় লক্ষ্যের দিকে ছুটছে ইংল্যান্ড

ক্রাইস্টচার্চ টেস্টে যেখান থেকে শেষ করেছিল, ওয়েলিংটন টেস্টে সেখান থেকেই শুরু করল ইংল্যান্ড। তাতে আরেকবার বেকায়দায় পড়েছে নিউ জিল্যান্ড। প্রথম ইনিংসে ব্যাটারদের দৃঢ়তায় ভালো রান পেল ইংল্যান্ড। এরপর বোলাররা নিউ জিল্যান্ডকে গুটিয়ে দিলো দেড়শর আগে। দ্বিতীয় ইনিংসে আবারো দারুণ ব্যাটিংয়ে বড় লক্ষ্যের দিকে ছুটছে ইংলিশরা।

প্রথম ইনিংসে ২৮০ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। ব্যাটারদের পর নিজেদের কাজটা করে নিউ জিল্যান্ডকে ১২৫ রানেই আটকে দেন বোলাররা। দ্বিতীয় ইনিংসে চার ব্যাটারের ফিফটিতে পাঁচশ ছাড়িয়ে বড় লক্ষ্যের দিকে ছুটছে ইংলিশরা। তারা দিন শেষ করেছে ৫ উইকেটে ৩৭৮ রান নিয়ে। লিড ৫৩৩ রানের।

ওয়েলিংটনে ৫ উইকেটে ৮৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে নিউ জিল্যান্ড। দিনের শুরুতেই ১৬ রান করে ফিরে যান টম ব্লান্ডেল। ব্রাইডন কার্সের করা সেই ওভারে কোনো রান না করেই ফিরে যান উইলিয়াম ও’রুর্কও। ৯৬ রানে ৭ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে নিউজিল্যান্ড।

অষ্টম উইকেটে দ্রুত রান তোলার চেষ্টা করেন গ্লেন ফিলিপস ও নাথান স্মিথ। ১২ বলে ১৪ রান করে স্মিথ বোল্ড হন গাস অ্যাটকিনসনের বলে। নিউ জিল্যান্ডের শেষ দুই ব্যাটার ম্যাট হেনরি ও টিম সাউদি তার বলেই গোল্ডেন ডাক মারলে ১২৫ রানে গুটিয়ে যায় নিউ জিল্যান্ড। গ্লেন ফিলিপস অপরাজিত থাকেন ১৬ বলে ১৬ রান করে।

ইংল্যান্ডের পক্ষে চারটি করে উইকেট শিকার করেন গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স। একটি করে উইকেট পান ক্রিস ওকস ও বেন স্টোকস। বল করেননি স্পিনার শোয়াইব বশির।

প্রথম ইনিংসেই ১৫৫ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। শুরুতেই ৮ রান করে বিদায় নেন জ্যাক ক্রলি। এরপর দারুণ এক জুটি গড়েন ডাকেট ও বেথেল। হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দুইজনেই ছুটছিলেন সেঞ্চুরির পথে, তবে পারেননি তিন অঙ্ক স্পর্শ করতে।

দ্বিতীয় উইকেটে ১৮৭ রানের জুটি গড়েন বেথেল ও ডাকেট। ২২০ বলে এই জুটি গড়েন তারা। সাউদির বলে ৯৬ রানের মাথায় টম ব্লান্ডেলের তালুবন্দী হন বেথেল। তার ১১৮ বলের ইনিংসে ছিল ১০টি চার ও তিনটি ছক্কা। এরপর ডাকেট থামেন ৯২ রানে। তাকেও ফেরান সাউদি। 

তারপর জুটি গড়েন জো রুট ও হ্যারি ব্রুক। ধারাবাহিকতা বজায় রেখে ব্রুক তুলে নেন আরো একটি হাফ-সেঞ্চুরি। এই জুটি ভাঙেন গ্লেন ফিলিপস। ৬১ বলে ৫৫ রানের ওয়ানডে মেজাজের ইনিংস খেলেন ব্রুক। ওলি পোপ থামেন ১০ রানে। তবে রুট তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ৬৫তম অর্ধশতক। 

ইংলিশ অধিনায়ক বেন স্টোকস মাঠে নেমেই বাজবল স্টাইলে ব্যাটিং শুরু করেন। দিন শেষে ২৬ বলে ৩৫ রানে ক্রিজে আছেন স্টোকস। তার সাথে রুট। রুট অপরাজিত আছেন ১০৬ বলে ৭৩ রান নিয়ে। স্টোকস-রুটের জুটি অবিচ্ছিন্ন আছে ৪১ বলে ৫১ রানে।