জাতীয়

রাজধানীতে চ্যারিটি বাজার উদ্বোধন

ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশনের (ফোসা) উদ্যোগে দিনব্যাপী ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার উদ্বোধন করা হয়েছে। এই চ্যারিটি বাজার সবার জন্য উন্মুক্ত। একদিনের এই মেলা চলবে রাত ৮টা পর্যন্ত।

শনিবার (৭ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এ চ্যারিটি বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা। এতে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোসার প্রধান পৃষ্ঠপোষক জাহানারা সিদ্দিকী ও প্রেসিডেন্ট শায়লা পারভীন।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার চীন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, জাপান, নেপাল প্রভৃতি দেশের রাষ্ট্রদূতরা যোগ দেন।

বিচারপতি জিনাত আরা বলেন, ‘‘ফোসা একটি সামাজিক, কল্যাণমূলক অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। আজকের মেলায় স্থানীয় নারী উদ্যোক্তাদের পাশাপাশি ১৬টি বিদেশি মিশন এবং ১টি আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণ দেখতে পেরে আনন্দিত। তাদের এই স্বতঃস্ফূর্ত সমর্থন এবং সহযোগিতা মহৎ কাজেরই অংশ। এই সম্মিলিত প্রচেষ্টা শুধু ফোসার দাতব্য উদ্যোগকেই সমর্থন করে না, বরং আন্তর্জাতিকভাবে বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিনিময়কেও উৎসাহিত করে।’’

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন বিদেশি অতিথিসহ সবাইকে মেলায় যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানের পর মেলায় যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। তিনি মেলার বিভিন্ন স্টল প্রদর্শন করেন।

ফোসার সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয়েছে। চ্যারিটি বাজার থেকে অর্জিত অর্থ আর্তমানবতার সেবায় ব্যয় করা হবে।