খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রস্তুতির ‘সেরা’ সুযোগ

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ভবিষ্যৎ কি তা এখনও অজানা। তবে বৈশ্বিক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তা নিশ্চিত। ভারত-পাকিস্তান দ্বন্দের কারণে চ্যাম্পিয়নস ট্রফি ভবিষ্যৎ চূড়ান্ত না হলেও অংশগ্রহণকারী দলগুলোর প্রস্তুতি কিন্তু থেমে নেই। এই যেমন, চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের আগে বাংলাদেশ নিজেদের শেষ প্রস্তুতিতে আগামীকাল মাঠে নামছে। 

সেন্ট কিটসে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে রোববার। চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজ নেই। র‌্যাংকিংয়ে আটে থাকায় খেলবে বাংলাদেশ। আসন্ন এই তিন ম্যাচের সিরিজ বাংলাদেশের জন্য প্রস্তুতির সেরা মঞ্চ তা বলতে দ্বিধা নেই। 

দুই দলের টেস্ট সিরিজ অমীমাংসিত থেকেছে। ওয়ানডে সিরিজ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে তা অনুমেয়। দুই দলই নিজেদের সবশেষ ওয়ানডে সিরিজ হেরেছে। ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জে সফরের আগে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের কাছে একই ব্যবধানে সিরিজ খুইয়েছে।

দুই দলই ঘুরে দাঁড়াতে তীব্র লড়াই করবে তা বলার অপেক্ষা রাখে না। দুই দলের অতীত পরিসংখ্যান এই সিরিজে বাংলাদেশকে এগিয়ে রাখবে। সবশেষ ১১ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ একবারও হারাতে পারেনি বাংলাদেশকে। এর মধ্যে ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। 

এর আগে দেশের মাটিতেও তাদেরকে নাস্তানাবুদ করেছে বাংলাদেশ। হারিয়েছে বিশ্বকাপ মঞ্চে এবং আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে সবশেষ ওয়ানডে হেরেছে ছয় বছর আগে, ২০১৮ সালে। এরপর থেকে একচ্ছত্র আধিপত্য চলছে। এবার বাংলাদেশ কেমন করবে সেটা বিরাট প্রশ্নের। 

দুই দলই তারণ্যে ঠাসা। বাংলাদেশের নিয়মিত অধিনায়ক শান্ত নেই। মিরাজ দলকে নেতৃত্ব দেবেন। মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয় যেতে পারেননি চোটের কারণে। মোস্তাফিজ ব্যক্তিগত কারণে নিয়েছেন ছুটি। নিয়মিত অনেক ক্রিকেটার না ছাড়ায় টিম কম্বিনেশনে আসবে পরিবর্তন। নতুন এই কম্বিনেশনে ক্যারিবীয়ান আক্রমণ বাংলাদেশ কিভাবে সামলায় সেটাই দেখার। 

সেন্ট কিটসেই তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রথম ওয়ানডে ৮ ডিসেম্বর। পরের দুইটি ওয়ানডে যথাক্রমে ১০ ও ১২ ডিসেম্বর। এদিকে গ্লোবাল টি-টোয়েন্টি খেলে স্কোয়াডে যোগ দিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার খেলে দারুণ উপভোগ করেছেন বলে জানালেন তরুণ এই পেসার। 

গায়ানার হয়ে খেলা সাকিব বলেছেন, “গ্লোবাল সুপার লিগ আমার প্রথম দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগ ছিল। খুব উপভোগ করেছি সেখানে। ক্রিকেট খেলা সব জায়গাতেই সমান, ভালো বল সব জায়গাতেই ভালো বল। আমি শুধু ধরে রাখার চেষ্টা করেছি যে ভালো বল করব। ছোট একটা ইনজুরির পর এখানে এলাম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে ইনজুরির পর এসেছি। খুব ভালো অনুভব করছি। শরীর ঠিকঠাক আছে। মানসিকতা এখন অনেক ভালো আছে।”

বাংলাদেশের হয়ে এখনও পর্যন্ত সাতটি ওয়ানডে খেলে ১২ উইকেট নিয়েছেন তানজিম। চোটের কারণে আফগানিস্তান সিরিজে তিনি ছিলেন না। একাদশে জায়গা পেতে তাকে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানার সঙ্গে লড়তে হবে।