বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. আসাদুজ্জামান রিপন বলেছেন, “শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব টিকিয়ে রাখতে ও আওয়ামী লীগের খুশির জন্য বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে ভারত।”
শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা বিএনপির আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
আসাদুজ্জামান রিপন বলেন, “ভারতে বসে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতারা। তৃণমূল থেকে ঐক্যবদ্ধভাবে তাদের সব অপশক্তি মোকাবিলা করতে হবে।”
সুবিধাবাদীদের কখনোই বিএনপিতে ঠাঁই হবে না জানিয়ে তিনি বলেন, “বিএনপির নাম ভাঙিয়ে দখলবাজি ও চাঁদাবাজি করলে কাউকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। ৫ আগস্ট সরকার পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার নতুন দিগন্তের সূচনা ঘটেছে। ফলে অতীতের মতো দলীয় অপকর্ম মানুষ এখন দেখতে চায় না। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করা জরুরি।”