জাতীয়

খাবার খেয়ে মাদরাসার শিক্ষকসহ অর্ধশত শিক্ষার্থী ঢামেকে

রাজধানীর বংশাল আল জামিয়া মাদীনাতুল উলুম ফোরকানিয়া মাদরাসায় খাবার বিষক্রিয়ায় শিক্ষক ও স্টাফসহ অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে তাদের অসুস্থ অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে তাদের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন বিষয়টি জানিয়েছেন।

ওই মাদরাসার শিক্ষক এহসানুর রহমান জানান, রাতের খাবার এক ব্যক্তি বাইরে থেকে মাদরাসায় দিয়ে যান। সেই খাবার খেয়ে তাদের শিক্ষকসহ ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাদের ঢামেকে আনা হয়। তাদের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, ‘‘শুক্রবার আমাদের মাদরাসায় এক ব্যক্তি গরুর তেহারি পাঠান, সেদিন দুপুরে আমরা নিজেরাই মুরগির বিরিয়ানি রান্না করি। আজ দুপুর থেকে অনেক ছাত্র অসুস্থ হয়ে পড়ে। ছাত্রদেরকে ঢাকা মেডিকেল, মিটফোর্ডসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।’’