বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া ও সদর উপজেলার পাতাকাটা এলাকার ধানক্ষেত থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ডিস্বের) বিকালে তালতলী ও সদর থানা পুলিশ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করেছে।
তালতলীর উদ্ধার হওয়া লাশের পরিচয় মিললেও মেলেনি পাতাকাটায় উদ্ধার হওয়া লাশের।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ ইমরান জানান, উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামের আউয়াল শিকদারের ছেলে আব্দুর রহিম সকালে ৭টার দিকে বের হয়, এরপর আর কোনো খোঁজ না পেয়ে তাকে খুঁজতে বের হয় স্বজনরা। বিকালে ধানক্ষেতের মধ্যে আব্দুর রহমানের লাশ দেখতে পায়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
সদর উপজেলার বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামের ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম বলেন, লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।