সারা বাংলা

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের প্রকোপ। সকালে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারদিক। সকালেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তাপমাত্রার পারদ নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, দিনের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধানও কিছুটা কমে এসেছে। 

রোববার (৮ ডিসেম্বর) ভোর ৬ টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

এর আগের দিন শনিবার এখানে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় বলেন, “গত কয়েকদিন ধরেই এখানে সর্বনিম্ন তাপমাত্রা ১১-১৩ ডিগ্রিতে বিরাজ করছে। আজকে রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।” 

তাপমাত্রা আরও কমবে বলেও জানান তিনি।